যদি আপনার মাধ্যমিক সার্টিফিকেটে কোন ভুল থাকে অর্থাৎ নিজের নাম, বাবার নাম, বয়স, সংশোধন করতে চাইলে মূলত কয়েকটি ডকুমেন্টস এর প্রয়োজন, যেমন -
1) কারেকশন ফর্ম
2) অ্যাডমিশন রেজিষ্টার (যে স্কুল থেকে মাধ্যমিক দিয়েছেন) (জেরক্স)
3) জন্ম সার্টিফিকেট (জেরক্স)
4) মাধ্যমিক রেজিস্ট্রেশন (জেরক্স)
5) মাধ্যমিক এডমিট কার্ড (জেরক্স)
6) মাধ্যমিক মার্কশীট (জেরক্স)
7) মাধ্যমিক পাস সার্টিফিকেট (জেরক্স)
এই সকল ডকুমেন্ট গুলি জোগাড় করুন। তারপর কারেকশনের ফর্মটি ফিলাপ করুন। ফিলাপ করার পরে ফর্মসহ ডকুমেন্টগুলির জেরক্স নিয়ে স্কুলের হেডমাস্টারের কাছে থেকে অ্যাটেস্টেড করুন।
এখন এটাস্টেড করা ফর্ম এবং বাকি ডকুমেন্টস গুলো নিয়ে নিজের কাছের বোর্ডে (West Bengal board of Secondary Education) গিয়ে জমা দিতে হবে।
বোর্ডে গিয়ে ডকুমেন্টস গুলি জমা দেওয়ার সময় আপনাকে একটি চালান ফরম ফিলাপ করতে হবে।
সেই ফর্মটি ফিলাপ করে বাকি ডকুমেন্টস গুলির সাথে জমা দিয়ে দিতে হবে।
জমা দেওয়ার পর আপনাকে একটি রিসিভ দেবে এবং সাথে বলে দেবে যে কতদিন লাগবে আপনার সার্টিফিকেটটা পেতে।
এখন সেই রিসিভ টা নিয়ে প্রতি ১৫ দিন অন্তর বোর্ডে গিয়ে খবর নিয়ে আসতে হবে। যে আপনার ডকুমেন্টস টা কতদূর কারেকশন হয়েছে কি হয়নি।
আপনি যদি মাঝেমধ্যেই বোর্ডে গিয়ে খবর না নিয়ে থাকেন, তাহলে আপনার কারেকশনের প্রসেসটি অনেকটা লম্বা হয়ে যেতে পারে।
ওরা যদি বলে এক মাসে পরে আপনাকে দেখা করতে তাহলে আপনি একমাস পরে গিয়ে আপনার অরিজিনাল সার্টিফিকেটগুলি কারেকশন করিয়ে নিয়ে আসবেন।
আর যদি বলে আড়াই মাস বা তিন মাস পরে দেখা করতে তাহলে আপনি প্রতি এক মাস অন্তর বডি গিয়ে দেখা করবেন।
বোর্ডে গিয়ে এটাই শুনে আসতে হবে যে আপনার কারেকশনটা কতদূর অর্থাৎ "আপনার কারেকশনের স্ট্যাটাস কি?"
ওরা যদি বলে যে আপনার জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশন হতে গেছে তাহলে আপনি ওনাদের কাছ থেকে ট্রাকিং আইডিটা (Tracking ID) নিয়ে নেবেন।
এখন ওই ট্রাকিং আইডিটা নিয়ে স্পিড পোস্ট (Speed Post) ওয়েবসাইটে গিয়ে আপনার ভেরিফিকেশন ডকুমেন্টটিকে ট্রাক করবেন।
তারপর যখন দেখবেন যে আপনার ডকুমেন্টই আপনার এলাকাতে পৌঁছে গেছে, তখন আপনি আপনার ডকুমেন্টসটি পৌরসভার জন্ম বিভাগ অথবা পঞ্চায়েতের জন্ম বিভাগ থেকে
অর্থাৎ বার্থ ডিপার্টমেন্ট থেকে জন্ম সার্টিফিকেটটি ভেরিফাই করে বোর্ডে নিয়ে গিয়ে জমা দিয়ে দিন।
এরপর বোর্ড বোর্ড আপনাকে একটি ডেট দেবে সেই ডেটে আপনার অরিজিনাল মাধ্যমিক সার্টিফিকেট এর ডকুমেন্টস গুলি নিয়ে গিয়ে জমা দিয়ে দেবেন।
এবং দু'ঘণ্টা ওয়েট করবেন, এই দুই ঘন্টার মধ্যে আপনার সার্টিফিকেটটি কারেকশন করে আপনাকে দিয়ে দেওয়া হবে।
Post a Comment